মাদক নির্মূলে মাদক চোরাচালানের মূল হোতাদের তালিকা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন বলেছেন, মাদকের ভয়াবহ ছোবল এদেশের যুব সমাজকে, মেধাবী তরুণদের ধ্বংস করছে। এ মাদক আমাদের দেশে তৈরি হয় না। মাদক আসছে প্রতিবেশী দেশ থেকে।
শনিবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে সংবাদ কর্মীদের সঙ্গে এসব কথা বলেন। এসময় মাদক চোরাচালানের প্রবেশ পথ চিহ্নিত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যুব সমাজকে, তরুণ মেধাবীদের রক্ষা করতে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন অভিযানের ন্যায় মাদক ব্যবসা ও চোরাচালানে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। আর সে নির্দেশনা অনুয়াযী মাদক নির্মূলে অভিযান চালানো হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য মো. রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি চেীধুরী আবদুল্লাহ আল মামুন, জলো প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান