পঞ্চগড় জেলার বোদা উপজেলা থেকে সোনিয়া আক্তার (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে শোবার ঘর থেকে গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে বোদা থানা পুলিশ। সোনিয়া বেংহারি বনগ্রাম ইউনিয়নের ডাঙ্গপাড়া গ্রামের অলিয়ার রহমানের মেয়ে এবং ফুলতলা এনবি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী জানায়, সোনিয়ার মা জুলেখা বেগম ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করে দরজা না খোলায় ঘরের বেড়ার ফাঁক দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সোনিয়াকে ঝুলতে দেখেন। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের সড়ের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে সোনিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
বোদা থানার উপ পরিদর্শক (এস আই) হাফিজ হায়দার ওই স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, প্রাথমিক সুরতহালে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান