৬ দফা বাস্তবায়ন দাবিতে আলটিমেটাম দিয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১৩ দফা ও খনি এলাকার ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের সমন্বয় কমিটি।
শনিবার সাকল ১১টায় খনির প্রধান গেটের সামনে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও খনি এলাকার ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের সমন্বয় কমিটি সদস্যরা দাবি আদায়ের লক্ষ্যে যৌথভাবে এই আলটিমেটাম দেয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান। এছাড়া আরও বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শ্রমিক সংগঠনের উপদেষ্টা হাফিজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, খনি এলাকার ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের সমন্বয় কমিটির সদস্য, বিশিষ্ট্য ব্যবসায়ী মো. মিজানুর রহমান, সমন্বয় কমিটির নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বড়পুকুরিয়া কোল মাইন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম রতন প্রমুখ।
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম (রবি) ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, রবিবার সকাল ৬টার মধ্যে তাদের দাবি মানা না হলে ওইদিনই সকাল ৬টা ০১ মিনিট থেকে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট চলবে।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/এনায়েত করিম