ময়মনসিংহ শহরতলীর সাহেব কাচারী এলাকায় বয়লার বিষ্ফোরণে ভারতীয় নাগিরকসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার বিকেলে এগ্রোটেক নামে একটি তেল কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর ভারতীয় নাগরিকের অবস্থা আশঙ্কাজনক থাকায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
দগ্ধরা হলেন- ভারতীয় নাগরিক অভিজিত কুমার (৪৫), ইউনুছ আলী (৪০) ও মোস্তফা (৩০)। এদের মধ্যে অভিজিৎ বেশি দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।
জানা যায়, বেলা তিনটার দিকে বয়লার মেরামত করার জন্য অপারেটর ভারতীয় নাগরিক অভিজিত বয়লারের নাট খুলে ফেলেন। এসময় গরম পানি ছিটকে তার শরীরে আসে। তখন সাথে থাকা ইউনুছ ও মোস্তফাও দগ্ধ হন। পরে তাদের দ্রুত মমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অভিজিতের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/এনায়েত করিম