বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকমুক্ত সমাজ ও মাদকসেবীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বিকেল ৩টায় জিউধরা ইউনিয়নের ২৭১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বর ও নিকটস্থ জয়বাংলা বাজারে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা হাতে লেখা পোস্টার বুকে ধারণ করেন। এতে লেখা ছিল, ‘মাদকমুক্ত সমাজ চাই। মাদকসেবীদের বিচার চাই’। অনেক অভিভাবকও বিক্ষোভে শামিল হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি আক্তার বলেন, বিদ্যালয় এলাকাটি স্থানীয় প্রভাবশালী মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাতে একটি কোচিং ক্লাসে ঢুকে গাঁজা সেবন করায় গাঁজার গন্ধে ৬ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। ওই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রকাশ্য বিক্ষোভে নেমেছে।
অভিভাবক আলমগীর হোসেন শেখ, আলামীন হাওলাদার, নাজমুল, চাঁন মিয়া, ফাতেমা বেগম ও রিনা বেগম বলেন, মাদবসেবীদের উৎপাতে সবাই অতিষ্ট। শ্রেণিকক্ষে ঢুকেও এখন মাদক সেবন করছে একটি অপরাধী চক্র।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/এনায়েত করিম