বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করায় আনন্দ র্যালি করেছে টাঙ্গাইলবাসী।
এ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বিশাল আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল শিপ্ল কলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন