ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে মা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে রবিবার বেলা ১১টার সময় ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
এছাড়া জেলার নয় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই সাথে এই কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন।
কর্মসূচির মধ্যছিলো স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ও মায়েরা সমবেত ভাবে জাতীয় সংগীত পরিবেশন, মায়েদের ফুলের শ্রদ্ধা জানানো, সন্তানদের পক্ষ থেকে মাকে উপহার এবং আলাচনা সভা।
আলোচনা সভায় অংশ নেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামসুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল, স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন