ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামে বজ্রপাতে ইউনুস শেখ (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস ধুলজুড়ি গ্রামের মৃত ইজারউদ্দিন শেখের ছেলে।
জানা যায়, ইউনুস শেখ ধান ক্ষেতে কাজ করার সময় প্রচন্ড বৃষ্টি শুরু হলে সে পাশের একটি গাছের নীচে আশ্রয় নেয়। এসময় বজ্রপাত হলে ইউনুসের শরীরের বেশীর ভাগ অংশ পুড়ে যায়। তাৎক্ষনিক তাকে বোয়ালমারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা ইউনুসকে মৃত ঘোষনা করে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর