কাল বৈশাখী ঝরে গত ৬০ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নেত্রকোনা পৌর এলাকাসহ জেলার বিভিন্ন এলাকা। এতে বিশুদ্ধ পানির সঙ্কটে পড়েছেন পৌরবাসী। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সবচেয়ে প্রয়োজনীয় মোবাইল ফোন অচল হয়ে পড়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন, নেত্রকোনা বিদ্যুৎ সরবরাহ ও বিতরন বিভাগের প্রকৌশলী।
গত শুক্রবার সকাল ৭টার দিকে বয়ে যাওয়ায় কাল বৈশাখী ঝরে নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা বাড়িঘরসহ বিদ্যুতের ৫০টিরও বেশী খুঁটি উপরে যায়। যে কারণে গত ৬০ ঘণ্টা যাবত পৌর এলাকাসহ জেলার আটপাডড়া, বারহাট্টা, খালিয়াজুরী, মোহনগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছেন কয়েক জেলার কয়েক লাখ মানুষ। বিশেষ করে পৌরবাসী যান্ত্রিক ব্যবস্থায় বিশুদ্ধ পানি ব্যবহার করায় চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন তারা।
সাতপাই এলাকার মাহমুদা বেগম জানান, বিদ্যুৎ না থাকায় প্রয়োজনীয় মোবাইল ফোন অচল হয়ে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছেন জেলাবাসী। তবে নদী নালায় ধোয়া ও গোসল সাড়তে পারলেও রান্নার কাজে ব্যবহৃত পানি সরবরাহ করতে হিমশিম খাচ্ছে শহরবাসী। তাই দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবি জানিয়েছেন তারা।
এদিকে ঝড়ের সময় শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার কাঁচা পাকা ধানের চরম ক্ষতি হয়েছে। তাই সরকারী সহাতার দাবি জানিয়েছেন তারা। এছাড়া ঝড়ে অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হওযায় এখনো অনেকটাই মানবেতর দিন যাপন করছেন কয়েকশত পরিবার। তবে এখনও কোন সরকারের সহায়তা পাননি তারা।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে এখনো ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে রাতদিন কাজ করছেন বলে জানান, বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল মোহাম্মদ আফজাল।
বিডি প্রতিদিন/ ১৩ মে ২০১৮/ ওয়াসিফ