অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৩ বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রবিবার ভোর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সেই তিন বাংলাদেশি নাগরিক হলেন ওই উপজেলার তারানজুবাড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহ আলম (৩৫), হরিনমারি নয়াবস্তি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৪), নয়াবাড়ি গ্রামের তফারুল ইসলামের ছেলে পবারুল হোসেন (২৬) ।
বিজিবি জানায়, পড়িয়া সীমান্তের ৩৮৫ পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে সেই তিন জন প্রবেশ করে। এসময় ভারতের ১৭১ সাতভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটকের পর ধরে নিয়ে যায়।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ হোসেন জানান, তারা ৩ জনেই গরু ব্যবসায়ী। যেহেতু তারা আমাদের বাংলাদেশী নাগরিক তাদের ফেরত চেয়ে আমরা বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়েছি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর