রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ, মূল্য পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির কারসাজি রোধ করার লক্ষ্যে নোয়াখালীতে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মো: মাহবুব আলম তালুকদার জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ, মূল্য পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির কারসাজি রোধকল্পে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি ও জরিমানা নিশ্চিত করা হবে। এছাড়া ফুটপাতে ভেজাল ও খোলা ইফতার সামগ্রী বিক্রির বিষয়েও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (ভারপ্রাপ্ত) কাজী মাহবুব আলমের পরিচালনায় এ সময় জেলা জজ আদালতের পিপি এটিএম মহিব উল্যাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিয়া মো: শাহজাহান, সদর ইউএনও আরিফুল ইসলাম সরদার, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, আবু নাসের মঞ্জুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন