রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বেপরোয়া বাসের ধাক্কায় এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম রাশিদা বেগম (৬০)। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার সারাংপুর পুলিশ পাড়ায়।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার সুলতাগঞ্জ বাজারের মাজার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন জানান, একটি বাস ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার মাজার গেটের সামনে এসে পথচারী এক রাশিদা বেগমকে রাস্তা পারাপারের সময় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী রাশিদা বেগমের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন