কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ চালকসহ ছারপোকা গাড়িটি আটক করেছে। হোয়াইক্যংয়ের কাঞ্জরপাড়া এলাকায় প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার দুপুরে উখিয়ার কুতুপালং থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী ছারপোকা গাড়ি হোয়াইক্যংয়ের কাঞ্জরপাড়া এলাকায় মসজিদের পাশে এসে যাত্রী নামিয়ে দেওয়ার সময় কাঞ্জরপাড়া থেকে হোয়াইক্যংগামী স্থানীয় জাফর আলমের ছেলে মেহেদী হাসান (২০) মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় গাড়ির কিনারায় লেগে পার্শ্ববর্তী ব্রিজে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই রক্তাক্ত ও মাথায় আঘাত পেয়ে মেহেদী হাসান মারা যান।
এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজু কান্তি দাশ ঘটনাস্থলে গিয়ে ছারপোকা গাড়ি জব্দ করে। এ সময় টেকনাফ শীলবনিয়া পাড়া এলাকার মৃত কামাল হোছনের ছেলে চালক আব্দুল গাফফার (৩০) কে আটক করা হয়।
আকস্মিক যানবাহন দুর্ঘটনায় এই যুবকের মৃত্যুতে পরিবারসহ স্থানীয় জনসাধারণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
টেকনাফ হোয়াইক্যংয় হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজু কান্তি দাশ জানান, নিহত ব্যক্তির পারিবারিক সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/ ১৩ মে ২০১৮/ ওয়াসিফ