বগুড়া শহরের নবাব বাড়ি রোডে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে বগুড়া জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত হয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, আলী আজগর হেনা, লাভলী রহমান, মাহবুবর রহমান বকুল, রেজাউল করিম বাদশা, ডা. শাহ মো. শাজাহান আলী, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, আবুল বাশার, তাহা উদ্দিন নাহিন, কে এম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, আব্দুল ওয়াদুদ, শাহ মেহেদী হাসান হিমু, রফিকুল ইসলাম, নাজমা আক্তার, খান জাহাঙ্গীর , মাসুদ রানা, মাজেদুর রহমান জুয়েল, সাইমুম ইসলাম, আব্দুল মোমিন, ছাত্রদলের শাহাবুল আলম পিপলু, পলাশ, ফারুকুল, শফিক, জেমস প্রমুখ। এর আগে শহরের শাহ ফতেহ আলী (রঃ) মোড় থেকে ভিপি সাইফুল ইসলামের নেতুৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত বগুড়ার বিএনপির নেতাকর্মীরা। অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। জনতার ধৈর্যের বাধ ভেঙে গেলে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার