চুয়াডাঙ্গার দামুড়হুদায় শ্বাসনালীতে ট্যাবলেট (ওষুধ) আটকে রোকসানা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ধান্যঘরা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রোকসানা ওই গ্রামের ভ্যানচালক টুটুল মিয়ার মেয়ে।
স্থানীয় ইউপি মেম্বর শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, রোকসানা কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলো। রবিবার রাতে পরিবারের সদস্যরা জ্বর কমাতে একটি প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট সেবন করাতে চেষ্টা করে। এসময় ট্যাবলেটটি শিশুর শ্বাসনালীতে আটকে অসুস্থ হয়ে পড়ে। তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম