দিনাজপুরের চিরিরবন্দরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. হেলাল সরকারকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বুধবার বেলা পৌনে ১২টায় উপজেলার টিএন্ডটি মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
মো. হেলাল সরকার (৬১) উপজেলা আওয়ামী লীগের সদস্য, অমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অমরপুর ইউনয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার উপজেলার টিএন্ডটি মোড় এলাকা থেকে মো. হেলাল সরকারকে আটক করা হয়। তার বিরুদ্ধে গত ২০২৪ সালের ৪ আগস্ট বিএনপির কার্যালয় ভাংচুরের মামলা রয়েছে। তিনি দীঘদিন ধরে পলাতক ছিলেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে ২০২৪ সালের ১৬ নভেম্বর তারিখে জ্বালাও পোড়াও, ভাংচুর, লুটপাট, সন্ত্রাস ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা থাকায় তাকে আটক করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ