চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গা পৌর পশুহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক একই উপজেলার হাউসপুর গ্রামের আব্দুর রহমানে ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা বাজারে বাইসাইকেল ব্যবসা করেন।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, দুপুরে পশুহাট এলাকায় একটি ট্রাক (যশোর ট ১১-২৪৬৪) ব্রেক ফেল করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুর রাজ্জাককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিডি প্রতিদিন/এএম