রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে।
বুধবার দুপুরে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। এ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তনের কারণে আমাদের তফসিলে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি-নির্বাচনে নিরাপত্তার বিষয়। এছাড়াও প্রার্থীদের ডোপ টেস্টের বিষয় আছে, যা করতে পাঁচ-ছয়দিন সময় লাগবে।
সংশোধিত এই তফসিল অনুসারে , মনোনয়নপত্র বিতরণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। মনোনয়ন দাখিল করতে হবে ১ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে এবং বাছাই চলবে ৮ ও ৯ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। এই তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে ১৪ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ সেপ্টেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর।
এদিকে, ভোট পেছানোর ঘোষণার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। ১৫ সেপ্টেম্বরই নির্বাচন চেয়ে বিক্ষোভ করেছে শিবির। পূজার আগে ভোটের পক্ষে নয় ছাত্রদলও।
শাখা শিবির সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, এমন সিদ্ধান্ত নির্বাচন বানচালের চক্রান্ত। ১৫ সেপ্টেম্বরই নির্বাচন দিতে হবে।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট করতেই কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। আমরা এমন সিদ্ধান্তের ধিক্কার জানাই। সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের দিনে এমন নির্বাচন হতে দেওয়া হবে না।
এর আগে, ২৬ আগস্ট কমিশনের জরুরি সভায় মনোনয়ন উত্তোলন সময় ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত করে। এছাড়া ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ ও ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।
বিডি প্রতিদিন/এমআই