কিশোরগঞ্জের হোসেনপুরে বজ্রপাতে এখলাছ (১৪) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সাহেদল গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকালে এখলাছ বাড়ির পাশে জমিতে সার দিচ্ছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হয়। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন জমি থেকে তার লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার