টাঙ্গাইলের ধনবাড়ীতে বজ্রপাতে নুরজাহান বেগম (৫০) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। বাড়ীর আঙ্গিনায় খড় গুছানোর সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা জানান, আজ দুপুর সোয়া ৩টার দিকে প্রচন্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বাড়ির আঙ্গিনায় খড় গুছানোর সময় বজ্রপাতে নুরজাহান বেগমের মৃত্যু হয়। নুরজাহান ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের পাইট্কা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নুজাহানের পরিবারকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা করেন।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার