ভোলার চরফ্যাশনে মজিব নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ মিয়াকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ী প্রার্থীর প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাবের আহম্মে দালাল।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ফারুক মিয়া দলীয় কারণে নির্বাচন থেকে সরে যান। মঙ্গলবার নির্বাচন চলাকালীন ফারুক আকষ্মিক হার্ট স্টোকে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।
এদিকে ইউপি নির্বাচনে জাল ভোটের অপরাধে ভ্রাম্যমাণ আদালত কালু (৩০) শরিফ হোসেন (২০) ও আরশাদকে (২৫) ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
বিডি প্রতিদিন/১৫ মে ২০১৮/হিমেল