দিনাজপুরের বীরগঞ্জে এক কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি মহিষ চুরির ঘটনা ঘটেছে। বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের কৃষক মো. আইয়ুব আলীর ৪টি মহিষ নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত চোরেরা। মহিষ মালিক কৃষক আজ ভোরে সাহরি খাওয়ার আগে দেখে গোয়াল ঘরের তালা ভেঙে মহিষগুলো নিয়ে চোরেরা পালিয়েছে।
আইয়ুব আলী জানান, চুরির ঘটনাটি তাৎক্ষণিক ভাবে সুজালপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. বাদশাকে জানানো হয়। পরে তাকে সাথে নিয়ে আজ সকালে মহিষ চুরির বিষয়টি লিখিত ভাবে বীরগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে। চুরি যাওয়া মহিষগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা হতে পারে।
বীরগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মো. তৌহিদ জানান, এ ব্যাপারে সকালে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, এ মাসে বীরগঞ্জ পৌর শহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা বীরগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মো. হাসানুল হক মাসুদের গোয়াল ভেঙ্গে ৪টি গরু নিয়ে যায় চোরেরা। এ ছাড়াও শহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোনাইয়া দেব নাথের গোয়াল ভেঙ্গে গরু নিয়ে পালানোর সময় গৃহকর্তার চিৎকারে গরু ফেলে পালিয়ে যায় চোরেরা। তবে চুরি কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার