ঝিনাইদহের কালিগঞ্জে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ছবদুল মন্ডল (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কালিগঞ্জ-নলডাঙ্গা সড়কের সড়কের নরেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় র্যাবের তিন র্যাব সদস্য আহত হয়েছেন। তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ র্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ জানান, র্যাবের একটি দল কালিগঞ্জ-নলডাঙ্গা সড়কের নরেন্দ্রপুর এলাকায় চেকপোস্ট বসায়। ওই সড়ক দিয়ে একটি মোটরসাইকেল যাওয়ার সময় থামার জন্য সংকেত দেওয়া হয়। মোটরসাইকেলটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে র্যাবকে লক্ষ্য করে গুলিও ছুঁড়ে।
র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে ছবদুল মন্ডল নামে এক মাদক ব্যক্তির মৃত্যু হয়। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একশ বোতল ফেনসিডিল, ১৫০ পিস ইয়াবা, ২ রাউন্ডসহ নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর