নেত্রকোনার দুর্গাপুর পৌরসভাস্থ খুজিউড়া এলাকায় রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে খুরশিদ আলম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। সে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গাছুয়াপাড়া গ্রামের মো. তোতা মিয়ার ছেলে।
এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছে থেকে ৪ বোতল ভারতীয় মদ (অফির্সার চয়েজ), ৪ বোতল ফেনসিডিল ও পিতলের তৈরি ধারালো একটি ছোঁড়া জব্দ করা হয়।
সিনিয়র পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল শাহ্ শিবলী সাদিক বাংলাদেশ প্রতিদিনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌরসভার খুজিউড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল ও পিতলের তৈরি একটি ধারালো ছোঁড়া সহ মাদক ব্যবসায়ী খুরশিদকে আটকে করি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান