সাতক্ষীরা শহরের ইটাগাছা সংগ্রাম টাওয়ারের সামনে ট্রাক রাখাকে কেন্দ্র করে যুবলীগ নেতা তুহিন ও তার লোকজনের
সাথে ট্রাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শ্রমিক। বন্ধ হয়ে যায় সাতক্ষীরা-কার্লিগঞ্জ সড়কে যানচলাচল। তীব্র ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ৩ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার বেলা ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, আজ বেলা ১১টার দিকে সংগ্রাম টাওয়ারের সামনে রাস্তার উপর একটি ট্রাক রাখে ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। এসময় এই রাস্তা বন্ধ করে কেন ট্রাক রাখা হয়েছে বিষয়টি নিয়ে বাগবিণ্ডার এক পর্যায়ে শ্রমিক জহিরকে মারপিট করে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তুহিনুজ্জামান তুহিন ও তার লোকজন। পরে ট্রাক শ্রকিমরা সংঘবদ্ধভাবে তুহিন ও তার ভাই শাহিনের ওপর হামলা চালায়। এতে শাহিন গুরুতর আহত হয়। এ সময় শ্রমিকরা সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে ট্রাক আড় করে দিয়ে সড়ক অবরোধ করে। এতে সড়কে কয়েক কিলোমিটার ব্যাপী যানযট সৃষ্টি হয়। দুপুর ২টার দিকে পুলিশ ও শ্রমিক নেতৃবৃন্দের আলোচনার পরে সড়ক অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।
সাতক্ষীরা সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মেরিনা আক্তার জানাান, সবার সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। সাতক্ষীরা- কালিগঞ্জ সড়কে অবরোধ তুলে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন