বাগেরহাটের সাইনবোর্ড- মোরেলগঞ্জ - শরণখোলা আঞ্চলিক মহাসড়কে বাস মালিক ও অটোভ্যান চালকদের পাল্টাপাল্টি ধর্মঘটে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। দু'দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প মাধ্যমেও কোনো যাত্রীকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। বাস মালিক ও শ্রকিরা শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার মধ্যবর্তী পল্লীমঙ্গল এলাকার সড়কে চেকপোষ্ট বসিয়ে শরণখোলার যাত্রীদের মারধর ও হেনস্তা করা হচ্ছে। বাস শ্রমিকদের হামলায় দুই জন আহত হয়েছে বলে জানা গেছে।
আহতরা হলেন, শরণখোলার ছাত্রলীগ নেতা আলী রেজা বাবু (২০) ও রাফসান জানি (১৯)। আজ সোমবার সকালে তারা দু'জন মামলার হাজিরা দিতে মোটর সাইকেলযোগে বাগেরহাট যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে পল্লীমঙ্গল এলাকায় পৌছলে তাদের মোটর সাইকেল থেকে নামিয়ে বেদম মারধর করা হয়। তাদেরকে শরণখোলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, অটোভ্যান, টমটম, ইজিবাইক চলাচল বন্ধ ও যাত্রী হয়রানীর প্রতিবাদে সোমবার সকাল থেকে অটোভ্যান চালকরাও ধর্মঘটের ডাক দেয়। নির্বিঘ্ন চলাচলের দাবিতে শত শত আটোচালক রায়েন্দা বাজারে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেয়। ফলে, যাত্রীবাহী সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকায় দুভোর্গে পড়তে হয় সাধারণ মানুষকে। তবে, বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেষ্টা চলছে বলে শরণখোলা উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামালউদ্দিন আকন ও ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজকে নিয়ে বাস মালিক সমিতির নেতাদের সাথে বসে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার