ঢাকার ধামরাইয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোলড়া হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর হোসেন জানিয়েছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
এসআই আলমগীর হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মাইক্রোবাসটি বাথুলী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় মাইক্রোবাসের আরও ৩ যাত্রী।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং মরদেহ দুটি মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৮/মাহবুব