নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি-সম্পাদককে আটক করেছে পুলিশ। আটককৃদের নাশকতার মামলায় আজ বৃহস্পতিবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, বুধবার রাতে উপজেলার পিড়লডাঙ্গা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই আকরাম হোসেনসহ এ.এস.আই মজনু-রায়হান সঙ্গীয় ফোর্স তাদের ধাওয়া করে।
এ সময় তাদের নিকট জিহাদী বই, ছাত্র-শিবিরের চাঁদা আদায়ের রশিদ ও বিভিন্ন লিফলেটসহ ধামইরহাট উপজেলা শিবিরের সভাপতি পত্নীতলা উপজেলার পাটিচরা গ্রামের বুলবুল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২১) ও সম্পাদকের দায়িত্বে থাকা উপজেলার সুন্দ্ররা গ্রামের কছিমুদ্দিনের ছেলে আনছার আলী (২০) কে আটক করে।
ওসি ছানোয়ার হোসেন আরো জানান, আটককৃদের বিরুদ্ধে নাশকতার মামলা রুজু করে আজ বৃহস্পতিবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন স্থানে শিবিরের নেতৃত্বে চাঁদা আদায়ের টাকা ও অন্যান্য জিহাদী বই ও লিফলেট পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার