দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা, ৫৪ লিটার চোলাই মদ, ৩৪ বোতল ফেনসিডিল ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আজ দুপুরে আটকৃতদের আদালতে পাঠানো হবে বলে জানিয়ে দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য বাসন্তি কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে ১১টি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার