চাঁপাইনবাবগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে আহত তাজকেরা বেগম কালন (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতে মারা গেছেন।
তাজকেরা বেগম কালনের বাড়ি গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ইসলামপুর গ্রামের।
সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মহল্লায় অবস্থিত মেসার্স মিয়া ব্রাদার্স শষ্য ভান্ডার রাইস মিলে বয়লার বিস্ফোরণে কালনসহ ৩ জন শ্রমিক গুরুতর আহত হন। বাকিরা হলেন মিলের শ্রমিক জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকার কালুর ছেলে রবিউল ইসলাম (৩৫) ও নওগাঁ জেলার আত্রাই উপজেলার বড়সিমলা গ্রামের আলিমের ছেলে জেলাল (৩৪)।
বিডি প্রতিদিন/ফারজানা