ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরে আজ বেলা সাড়ে ১১টার দিকে বাসচাপায় সাগর (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। এসময় শিশুটির মা আহত হয়েছেন।
গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফজলু খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার