সাতক্ষীরার শ্যামনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলা সদরের সোনারমোড় ও শ্যামনগর-কাশিমাড়ি সড়কে পৃথক এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সোনাখালী গ্রামের মইজউদ্দিন কাজির শিশু কন্যা আয়সা মনি ও কাশিমাড়ি গ্রামের মৃত ফকির মিস্ত্রির ছেলে অম্বর মিস্ত্রি।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী। তিনি জানান, সকালে শ্যামনগর-কাশিমাড়ি সড়কে মোটরসাইকেল চাপায় পথচারী অম্বর ও সোনারমোড়ে ট্রাক্টর চাপায় স্কুল শিক্ষার্থী আয়শা মনি নিহত হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনার পরপরই গাড়ির চালকরা পালিয়ে গেছেন। তাদের অাটক করতে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম