নোয়াখালীর হাতিয়ায় ঈদের আগে বিআইডব্লিউটিএ.সি’র বন্ধ থাকা সি-ট্রাক দু'টি সচল করা ও নিরাপদ নৌ পারাপার নিশ্চিত করার দাবিতে মানববন্ধ করা হয়েছে।
আজ বৃহস্প্রতিবার দুপুরে মেঘনা নদীর পাড়ে চতলার ঘাটে হাতিয়া ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, হাতিয়া থেকে জেলা সদরের সাথে যাতায়াতের জন্য বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ.সি) দুটি সি-ট্রাক গত দুই মাস থেকে বন্ধ হয়ে আছে। যার কারণে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নৌকায় উত্তাল মেঘনা পার হতে হচ্ছে যাত্রীদের।
মানববন্ধকালীরা অভিযোগ করেন, প্রতি বছর ঈদের নৌকা ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়ায় যাত্রী পারাপারের উদ্দেশ্যে সি-ট্রাক বন্ধ করে রাখে। এব্যপারে প্রধানমন্ত্রী ও নৌ পরিবহণ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার