বাগেরহাটের মোরেলগঞ্জে খাদ্যে বিষাক্ত পদার্থ মিশিয়ে এক কলেজ শিক্ষকের পরিবারের ৪ সদস্যকে অচেতন করে মালামাল লুটের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চালিতাবুনিয়া গ্রামের কলেজ উপাধ্যক্ষ রাজ্জাক খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, এ আর খান ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক খান-এর বাড়িতে রাতের কোন এক সময় খাবারের সাথে বিষাক্ত পদার্থ মিশিয়ে রাখে দুর্বৃত্তরা।
সেহরির সময় ওই খাবার খেয়ে রাজ্জাক খান, কেয়ারটেকার আব্দুর রশিদ শেখ(৭০), শেফালি বেগম(৬৮), হাওয়া বেগম(৭০)সহ ৪জনই অসুস্থ্ হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারায়। পারিবারের ২জন ওই খাবার না খাওয়ায় তারা বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশী স্বজনদেরকে ডাকেন এবং অসুস্থদের সকালে চিকিৎসার জন্য স্থানীয় ফাতেমা মমতাজ ক্লিনিকে ভর্তি করা হয়।
খবর পেয়ে থানার ওসি তদন্ত মো. আলমঙ্গীর কবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অসুস্থদের খোঁজ খবর নেন।
এ ব্যাপারে ডা.এনামুল কবির জানান, বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া রাজ্জাক খান সহ ৪ জনই এখন সুস্থ, এখন জ্ঞান ফিরেছে এবং আশঙ্কামুক্ত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান