চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে অভিযান চালিয়ে দুই কেজি ২৫৮ গ্রাম আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পাসপোর্টধারী দুই ভ্রমণকারীর কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি ১৩ লাখ টাকা।
আটককৃতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর গ্রামের মহিউদ্দিন খানের ছেলে নূরুল ইসলাম (৪০) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হরিদিয়া গ্রামের নূরুল ইসলাম ব্যাপারীর ছেলে মাসুদ রানা (৪৫)।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সেলের উপ-পরিচালক মো. সাইফুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সেলের একটি টিম দর্শনা আইসিপি চেকপোস্টে অভিযান চালায়। এ সময় দু’জন পাসপোর্টধারী যাত্রীকে দুটি লাগেজ ব্যাগসহ আটক করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে মিডিয়াকর্মীদের উপস্থিতিতে লাগেজ ব্যাগ দুটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯টি স্বর্ণ বার ও ১১টি স্বর্ণের খন্ডবার জব্দ করা হয়। যার ওজন ২ কেজি ২৫৮ গ্রাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা। আটককৃতদের মামলাসহ দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান