ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে ইউপি সদস্য মতি কাজী (৪২) কে ২শ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বোয়ালমারী উপজেলার সুতাশী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৮ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছউদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে র্যাব সোতাশী গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় সুতাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মতি কাজী আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মতি কাজী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। জনপ্রতিনিধির ছদ্মবেশে সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায় নিষিদ্ধ ইয়াবা সেবন ও বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। সে ১০ জন সহযোগির মাধ্যমে ইয়াবা বিক্রির কার্যক্রম পরিচালনা করে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় একটি মাদক মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান