ময়মনসিংহ মহানগরীর নওমহলে বৃহস্পতিবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোফাজ্জল হোসেন (৪৫) নিহত হয়েছেন। পরে নিটোল (২৮) নামের ওই ছিনতাইকারী পুলিশের গুলিতে নিহত হয়। এ ঘটনায় নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবুল হোসেন আহত হয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে নওমহল এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেন বাসায় যাওয়ার পথে ছিনতাইকারী ছুরিকাঘাত গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিটোলকে ধরার চেষ্টা করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পেছন থেকে পুলিশের গুলিতে সে মারা যায়। এর আগে নিটোল ৩ নম্বর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবুল হোসেনকে ছুরিকাঘাত করে।
মোফাজ্জল হোসেনের বাড়ি রাজশাহী। তিনি পরিবারের সদস্যদের নিয়ে নওমহল এলাকায় বসবাস করতেন।
বিডি প্রতিদিন/ফারজানা