মাগুরা নবগঙ্গা নদীতে বৃহস্পতিবার সকালে নদীর অবাধ গতি প্রবাহ ও মাছের স্বাভাবিক চলাচলের জন্য ক্ষতিকর অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে সদর উপজেলা পরিষদ।
সকালে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে মাগুরা শহরের নিজনান্দুয়ালী থেকে নতুন বাজার এলাকা পর্যন্ত নবগঙ্গা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন উপজেলা কর্মকর্তা সঞ্চিতা রাণী কুন্ডু, সদর উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা।
এসময় নদী থেকে ৩ টি অবৈধ বাঁধ উচ্ছেদ করাসহ প্রচুর জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ও অবৈধ বাধেঁর মালামাল আগুন দিয়ে পড়িয়ে ধ্বংস করা হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান