নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার আইনে ও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য ক্রেতাদের কাছ থেকে আদায়ের অভিযোগে একটি খাবারের দোকানসহ দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে শহরের জামতলা হাজী ব্রাদার্স রোডে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ও শেখ মেজবাহ-উল-সাবেরিন।
ভোক্তা অধিকার আইন ও লাইসেন্স না থাকায় মেলা ফুড ভিলেজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে আর প্যারিস বাগেটকে ভোক্তা অধিকার আইন ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।
বিডি-প্রতিদিন/ ই-জাহান