পটুয়াখালীর কলাপাড়ায় জ্বরে আক্রান্ত হয়ে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মো.ইসমাইল হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার (৫) জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়া একই দিন উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বেল্লাল আকনের ছেলে মো.আবু বক্কর (৩) পানিতে ডুবে মারা যায়। এদের দু’জনকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার জুনায়েদ হোসেন লেনিন জানান, দু’টি শিশুকেই মৃত্যু অবস্থায় নিয়ে আসা হয়ে হয়েছে। তবে তুহিন হাওলাদার কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল বলে তার বাবা তাকে জানিয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান