দুই বছরের শিশু পুত্র শাহাদকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বৃষ্টি (২২) নামে এক নারী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বঙ্গবন্ধুসেতু রেল লাইনের টাঙ্গাইল সদর উপজেলার নামদার কুমুল্লী এলাকায়।
পারিবারিক কলহের জের ধরে এই আত্মহননের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিহতের স্বজনরা।
নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য জাবের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচ বছর পূর্বে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গড়াসিন এলাকার মন্টু মিয়ার মেয়ে বৃষ্টির বিয়ে হয় পার্শ্ববর্তী নামদার কুমুল্লী এলাকার সামাদের ছেলে শাহীনের সাথে। বিয়ের পর থেকে স্বামীর পরিবারের সাথে বৃষ্টির বনিবনা হচ্ছিলো না। এরই মধ্যে বিদেশ চলে যায় স্বামী শাহীন। প্রায় দুই বছর পূর্বে বৃষ্টি-শাহীনের সংসারে শাহাদ নামে এক ছেলে সন্তানের জন্ম হয়। পারিবারিক কলহের জের ধরে গত বুধবার রাতে শ্বশুর বাড়ির লোকজনের সাথে বাক-বিতন্ডা হয় বৃষ্টির। এরই জের ধরে স্বামী বিদেশ থেকে ফোন করে বৃষ্টিকে বকাঝকা করে। রাগে, ক্ষোভে অভিমান করে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি তার শিশু পুত্র শাহাদকে কোলে নিয়ে বাড়ির পাশের রেল লাইনের উপর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন