গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, সাইদুর রহমান (২৫) ও আলম মিয়া (৩২) এবং আহত হয়েছেন মাসুম মিয়া (৩০)।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে ঢাকা-দিনাজপুর বাইপাস সড়কের কালীগঞ্জের নাগরী এলাকার মঠবাড়ি নামক স্থানে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান, আলম মিয়া ও মাসুম মিয়া মোটর সাইকেলে চড়ে উলুখোলা হতে কাঞ্চন (তিনশত ফিট) যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা (সিলেট থেকে দিনাজপুরগামী) একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দেয়। তাতে মোটরসাইকেলে থাকা তিন জনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। নিহত সাইদুর রহমান কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের আমারুল গলান এলাকার আবু হানিফার ছেলে ও আলম মিয়া একই ইউনিয়নের পারাবর্তা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে এবং আহত মাসুম মটবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।
উলুখোলা ফাঁড়ির ইনর্চাজ এস আই গোলাম মাওলা জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে নিহতদের লাশ উদ্ধার করে তাদের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। আর আহত মাসুমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন