বগুড়া কেন্দ্রীয় ইয়ূথ ও শিশু ফোরামের আয়োজনে এবং বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে বগুড়া পৌরসভা হলরুমে শিশু বাজেট প্রস্তাবনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম। বগুড়া কেন্দ্রীয় ইয়ূথ ফোরামের সভাপতি সঞ্জু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকতা শাহ মো: ইসাহাক আলী, পুলিশ প্রশাসনের পক্ষে বগুড়া সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ, সাংবাদিক চপল সাহা, বগুড়া এডিপির স্পনসরশীপ প্রকল্পের টিম লিডার রোজিনা আকতার, পেসড্ এর নির্বাহী পরিচালক মাহফুজ আরা মিভা, ইয়ূথ ফোরামের উপদেষ্টা পরিমল প্রসাদ রাজ।
শিশুদের জন্য বিভিন্ন খাতে বরাদ্দকৃত বাজেট তথা শিশু অধিকার প্রতিষ্ঠায় নিজ নিজ এলাকায় করণীয় বিভিন্ন দিক নিয়ে বগুড়া পৌরসভার পক্ষে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ২ আমিনুল ইসলাম, প্যানেল মেয়র ৩ নিলুফা কুদ্দুস, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর হিরু পশারী। এছাড়াও সভায় শিশু বান্ধব বগুড়া তথা শিশুদের বর্তমানের সকল সমস্যা এবং করনীয় নিয়ে মতামত প্রকাশ করেন বগুড়া এডিপির শিশু নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা জুয়েল হাচ্ছা, গৌতম কুমার দাস, আব্দুল খালেক, হাবিবুর রহমান শান্ত, ইয়ূথ ফোরামের সাধারণ সম্পাদক প্রীতি দাস, সহ-সভাপতি ইফতেখার রহমান, হাবিবা নাসরিন, শিশু ফোরামের পক্ষে কাকুলী আক্তার, তাফসিরুল ইসলাম সহ অনেকে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন