বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবারের বিলাসবহুল বাজেট পুরোটাই লুটপাট হবে এবং নির্বাচনের কাজে ব্যয় করবে সরকার। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে দুঃস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণকালে এই বলেন তিনি।
উপজেলা বিএসপির সাবেক সহ-সভাপতি গোলাম আযমের সভাপতিত্বে সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর থানার ৫ হাজার দুঃস্থ, অসহায় ও নদী ভাঙন কবলিত মানুষের মাঝে লুঙ্গি, শাড়ি ও পাঞ্জাবী বিতরণ করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, উপজেলা বিএনপির নেতা আব্দুস সামাদ সরকার, আজিজল হক সরকার, মজনু মিয়া, মনোয়ার হোসেন শামীম, বনি আমিন, রাজিব আহম্মেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/০৭ জুন ২০১৮/আরাফাত