টেকনাফে এক মাদকসেবী যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের সাজা প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত সেই যুবক হচ্ছেন টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আব্দুল করিমের ছেলে ওয়াছ করিম (২৯)।
বৃহস্পতিবার বিকালে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকসেবী যুবককে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়।
টেকনাফ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক শাহজাহান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উক্ত যুবককে মাদক সেবন করার দায়ে আটক করেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর