ময়মনসিংহের ফুলপুরে বাসের ধাক্কায় রাবিয়া আখতার (৮) নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী মারাত্মকভাবে আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বাঁশাটী পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আহত রাবিয়া আখতার বাঁশাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। সে ওই এলাকার নওমুসলিম খাঁ মিস্ত্রীর মেয়ে। বাড়ির সামনে মহাসড়ক পার হওয়ার সময় শেরপুর জেলার ঝিনাইগাতী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কোচ তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় লুটিয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খবর নিয়ে জানা যায়, রাবিয়ার চোখ ও মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় তার অবস্থা আশংকাজনক।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর