রংপুর নগরীর কুকরুল এলাকায় পুলিশের সঙ্গে কথিত 'বন্দকযুদ্ধে' এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কুকরুল আমেরতল তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালী থানার ওসি বাবুল মিয়া জানিয়েছেন।
নিহত আবু মুসা বিষকালাই (২৭) ওই ওয়ার্ডের হনুমানতলা বস্তির আব্দুল কুদ্দুসের ছেলে। তার নামে কোতোয়ালী থানায় মাদক ও সন্ত্রাস আইনের ১১টি মামলা রয়েছে বলে জানান তিনি।
রংপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, কুকরুল আমেরতল এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। এসময় মাদক কারবারিরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। আবু মুসা ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরি পিস্তল, তিনটি গুলির খোসা, ১৭৩টি ইয়াবা, ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধারের কথা জানিয়েছে।
রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান পুলিশ কর্মকর্তা সাইফুর।
বিডি প্রতিদিন/ফারজানা