মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে অভিযান চালিয়ে চব্বিশ ঘণ্টায় মাদক বিক্রেতাসহ ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান জানান, মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকায় জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এসময় আটকদের কাছ থেকে ৩৪ দশমিক এক গ্রাম হেরোইন, ২২০ গ্রাম গাঁজা এবং পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানায় ২২ জন এবং সিআর পরোয়ানায় ১৮ গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া মাদক সেবনের দায়ে হরিরামপুরে আকরামুল নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড ও ঘিওরে উত্তম রায় নামে এক যুবককে দুই হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিডি প্রতিদিন/ ৮ জুন ২০১৮/ ওয়াসিফ