পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষংছড়ির জারুলিয়া ছড়িতে ডাকাতের ককেটল হামলায় আওয়ামী লীগ নেতা শাহাজানের দু'হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ২টায় এই ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, সেহেরির আগ মুহূর্তে জারুলিয়া ছড়িতে ডাকাত দল পাড়া ঘেরাও করে গণডাকাতি শুরু করে। এসময় স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করলে ডাকাত দল ককেটল হামলা চালায়।
নাইক্ষংছড়ি থানার ওসি আবুল হাসেম জানান, আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাত দল ৫টি বাড়িতে লুটপাট চালিয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা