বাগেরহাটে পান বরজে ব্যবহৃত ছনের (খড়) গাদায় আগুন লেগে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারের শ্মশানঘাট এলাকায় ছনের গাদা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, সদর উপজেলার যাত্রাপুর বাজারের শ্মশানঘাটে ছনের গাদায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ছন ব্যবসায়ী হায়দার মল্লিকের একটি গাদা সম্পূর্ণ পুড়ে যায়।
ছন ব্যবসায়ী হায়দার মল্লিক বলেন, কে বা কারা সকালে পরিকল্পিতভাবে ছনের গাদায় আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগেও একই স্থানে ৫টি গাদায় পরিকল্পিতভাবে আগুন লাগায় অজ্ঞাত সস্ত্রাসীরা।
বিডি প্রতিদিন/ফারজানা